3. Trade License

| | 0 Comments

Steps of Trade License in Bangladesh

  1. Collect form from city corporation and fill up as need
  2. Contact license officer and speak to clear
  3. Make payment in Government bank, recommended Sonali Bank
  4. Wait for 2-3 days unless verification is done
  5. Sometimes Trade License can obtain by 1-2 days (not for foreigner)
  6. Miscellaneous cost must remember to pay

Documents required for obtaining a trade license

Various types of document are needed in order to obtain trade license. In this section I am going to highlight all the necessary document that is required for trade license registration—

  • You need to collect trade license application Form Dhaka City Corporation.
  • If you are a foreigner you must need a copy of your passport.
  • Receipt of ownership evidence & tax payment receipt.
  • 3 passport size photographs (Width-45mm, Height-55mm)
  • Statement of Court, Printing for Compliance with the Rules and Regulations of City Corporation.
  • Articles of Association (AoA) & Memorandum of Association (MoA)
  • Incorporation Certificate
  • Agreement paper of partnership
  • Work Permit certificate or document from the board of investment of Bangladesh.
  • Statement
  • Bank Solvency i.e. statement
  • TIN Certificate

Visit www.dscc.gov.bd for e-trade license

Cost of Trade License in Bangladesh

Chalan form- Collect a form from Government Sonali Bank at the nearest branch (TR Form No. 6 that is SR 37). Fill up form as  –

  1. Chalan No
  2. Date
  3. Certain district
  4. Place of bank branch
  5. Code no. 1-1133-0010-0311 for Dhaka City Corporation
  6. Name and address on company
  7. Person or company name and address on behalf
  8. New license or renewal
  9. Cash, cheque, Draft
  10. Amount in Taka

Note: Amount of Taka 350-10,000 depend up on nature of business.

City Corporation tax department-They will deduct an amount of Taka 200 and above in receipt book. Amount of Taka 2310 to above will deduct in another Chalan form with bank receipt copy.

Miscellaneous-Without speed money file runs like a turtle. Now the question is how much is that? I guess three times more than government fees, as manageable.

Time of Trade License obtain in Bangladesh

Generally, it takes 2-3 working days if all are OK. But if the area is rural where need to get from Union Porishad might 1 day is enough.

Problems of obtaining Trade License in Bangladesh for Foreigner

Lot of problems if the applicant is foreigner. We welcome them but not allow to have sit. Problems from A-Z if the company is foreign shareholders. Major problems are as follows: –

  1. Require Work Permit
  2. Cost is not same like local

Authority

City Corporation and Union Porishad are eligible to deliver Trade License.

License application form

Collect form from any city corporation office at your office nearest place. Fill up information as need: –

  1. Name of application
  2. Passport/ NID number
  3. Nationality
  4. Present and permanent address
  5. Business address (in commercial place)
  6. Contact number and email
  7. Paid up and authorized capital
  8. Nature of business (3-5 items)
  9. Number of applicant (alone/ joint)
  10. Signature

License renewal

Issuance license is valid for one year and renewal must before December. Pay renewal fee whether business start up or not. 

Procedure for renewal

The applicant is required to deposit the prescribed fees at government bank. Upon receipt of the fee, the City Corporation or the relevant District Office of the Municipality will complete the renewal process.

If the all the requirements are met your license will be successfully renewed.

Trade license for commercial firm

Depending on the type of business, Dhaka City Corporation offers two kinds of trade license Forms. For setting up a commercial firm, you must use K-Form.

The K-Form are available within the respective zonal office. The cost of the of the Forms is TK 10 which may vary for the foreigners.

Once you complete the forms, you must submit it to the local ward commissioner for the verification. Once the audit is done, you must collect the license (cost you 50 to 100 taka) and submit the K-Form with necessary documents to the zonal office.

Upon submission of the papers, the licensing supervisor will visit in your business area for further verification. Once your business is done successfully, and no issue is found you will be asked to go to the nearest DCC office.

You need to pay the necessary predetermine to the DDC office to obtain a trade license. You also need to pay for signboard license while collecting trade license. You must pay 30 % of the license fee to obtain a signboard license.

Trade license for a manufacturing firm

To obtain a manufacturing trade license, you need to collect “I” Form, from the regional DCC office. You must complete I-from with necessary information and verify it from the local ward commissioner.

Once the verification is done, submit the application with all the essential documents (3 pp size photograph, receipt of ownership proof, legal stamped paper, etc.) to the zonal office.

Once you submit the paper, the licensing supervisor will arrive at your business place for further verifications. After the inspection is done, you will be asked to go DCC office to collect trade license by paying predetermined fees.

ব্যবসায়ীর প্রথম পরিচয় হলো ট্রেড লাইসেন্স, তাই কিভাবে এটি করতে হয় এবং ট্রেড লাইসেন্স কি? এ সম্পর্কে জেনে নিন কিছু তথ্য।

প্রিয় আমিওপারির পাঠকবৃন্ধ প্রথমে আপনাদের সকলকে জানাই সালাম ও শুভেচ্ছা। বাংলাদেশে যারা ব্যবসা করতে চান তাদের জন্য আমাদের আজকের এই পোস্ট।ব্যবসায়ীর প্রথম পরিচয় হলো ট্রেড লাইসেন্স , কিন্তূ এই ট্রেড লাইসেন্স করতেই পোহাতে হয় নানা ঝামেলা , আর এই ঝামেলা তখনি এড়ানোর সম্ভব! যদি এর সঠিক নিয়ম আমাদের জানা থাকে। তাই আপনারা যারা নতুন তাদের জন্য আমাদের এই পোস্ট টি।

ট্রেড লাইসেন্স কি এবং কেন প্রয়োজন ?
সিটি কর্পোরেশন কর বিধান – ১৯৮৩ এর মাধ্যমে বাংলাদেশে ট্রেড লাইসেন্সের সুচনা ঘটে । এই লাইসেন্স উদ্যোক্তাদের আবেদনের ভিত্তিতে প্রদান করা হয়ে থাকে । ব্যবসার প্রম এবং অবিচ্ছেদ্য একটি ডকুমেন্ট হচ্ছে ট্রেড লাইসেন্স(Trade Licence), আমাদের দেশে এমন অনেক সফল উদ্যোক্তা/ব্যবসায়ী আছেন যারা ট্রেড লাইসেন্স ছাড়াই ব্যবসা করছেন কিন্তু এটা সম্পুর্ণ অবৈধ এবং আইন বিরোধি । Trade মানে হচ্ছে ব্যবসা আর Licence মানে হচ্ছে অনুমতি অর্থাৎ ট্রেড লাইসেন্স মানে হচ্ছে ব্যবসার অনুমতিপত্র । এই ট্রেড লাইসেন্স বাংলাদেশ সরকার সিটি কর্পোরেশন কর বিধান – ১৯৮৩ (City Corporation Taxation Rules, 1983) এর অধিনে ইস্যু করে থাকে । যেহেতু এই ট্রেড লাইসেন্স সরকারী প্রতিষ্ঠান হতে ইস্যু করা হয় তাই আপনার ব্যবসার বৈধতার প্রতিক হচ্ছে এই ট্রেড লাইসেন্স ।

কোন জায়গা/প্রতিষ্ঠান থেকে ট্রেড লাইসেন্স করতে হয় ?
সিটি করর্পোরেশন,পৌরসভা, ইউনিয়ন পরিষদ থেকে এই লাইসেন্স প্রদান করা হয়ে থাকে ।

কিভাবে ট্রেড লাইসেন্স করতে হয় ?
নির্ধারিত আবেদন ফর্মে ট্রেড লাইসেন্স এর জন্য আবেদন করতে হয় । উদ্যোক্তার আবেদনের ভিত্তিতে এই লাইসেন্স প্রদান করা হয়ে থাকে। আবেদন ফরম এর সাথে উদ্যোক্তাকে কিছু কাগজপত্র জমা দিতে হয় । ব্যবসার ধরনের উপর ভিত্তি করে ট্রেড লাইসেন্স এর আবেদন এর সাথে কি কি কাগজ পত্র জমা দিতে হবে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়ে দিবেন । নিম্নে বিভিন্ন প্রকার ব্যবসার জন্য কি কি ধরনের কাগজপত্র প্রয়োজন হতে পারে তার একটি তালিকা দেয়া হলো:

Ø  সাধারণ ব্যবসার ট্রেড লাইসেন্স এর ক্ষেত্রে :

  • দোকান ভাড়ার চুক্তি পত্রের সত্যায়িত ফটোকপি, নিজের দোকান হলে ইউটিলিটি বিল এবং হালনাগাদ হোল্ডিং ট্যাক্সপরিশোদের এর ফটোকপি ।
  • আবেদনকারীর ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি ।
  • ব্যবসা যদি যৌথভাবে পরিচালিত হয় তাহলে ১৫০/৩০০ টাকার নন-জুডিশিয়াল ষ্ট্যাম্পে পার্টনার শিপের অঙ্গীকারনামা/শর্তাবলী জমা দিতে হবে ।

Ø ফ্যাক্টরির/কারখানা ট্রেড লাইসেন্স এর ক্ষেত্রে :

  • পরিবেশের ছাড়পত্রের কপি ।
  • প্রস্তাবিত ফ্যাক্টরি/কারখানার পাশ্ববর্তী অবস্থান/স্থাপনার বিবরণসহ নকশা/লোকেশন ম্যাপ।
  • প্রস্তাবিত ফ্যাক্টরি/কারখানার পাশ্ববর্তী অবস্থান/স্থাপনার মালিকের অনাপত্তিনামা ।
  • ফায়ার সার্ভিস এর ছাড়পত্র ।
  • ঢাকাসিটিকর্পোরেশন এর নিয়ম – কানুন মেনে চলার অঙ্গিকারনামা ১৫০/৩০০ টাকারজুডিশিয়ার স্ট্যাম্প এ স্বাক্ষরিত।

Ø সি.এন.জি ষ্টেশন/দাহ্য পদার্থ ব্যবসার ক্ষেত্রে :

  • বিস্ফোরক অধিদপ্তর/ ফায়ার সার্ভিস ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র/অনুমতিপত্র ।

Ø ক্লিনিক/প্রাইভেটহাসপাতালএর ক্ষেত্রে :

  • ডিরেক্টর জেনারেল – স্বাস্থ্য , কর্তৃক অনুমতিপত্র ।

Ø লিমিটেড কোম্পানির ক্ষেত্রে :

  • কোম্পানির মেমোরেন্ডাম অব আর্টিকেল ।
  • সার্টিফিকেট অব ইনকর্পোরেশন ।

Ø প্রিন্টিং প্রেস এবং আবাসিক হোটেল এর ক্ষেত্রে:

  •  ডেপুটি কমিশনার, কর্তৃক অনুমতিপত্র ।

Ø রিক্রুটিং এজেন্সির ক্ষেত্রে :

  • মানবসম্পদ রপ্তানী বুর‍্যো কর্তৃক প্রদত্ত লাইসেন্স ।

Ø অস্ত্র ও গোলাবারুদ এর ক্ষেত্রে:

  • অস্ত্রের লাইসেন্স ।

Ø ঔষধ ও মাদকদ্রব্যের ক্ষেত্রে :

  •  ড্রাগ লাইসেন্স এর কপি ।

Ø ট্রাভেলিং এজেন্সির ক্ষেত্রে :

  • সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের অনুমতি ।

ট্রেড লাইসেন্স করতে কতো টাকা (ফি) লাগে ?
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় এর স্থানীয় সরকার বিভাগ, পৌর  – ১ শাখা হতে বিশেষ প্রজ্ঞাপন এর মাধ্যমে ট্রেড লাইসেন্স এর ফি নির্ধারন করা হয় । ব্যবসার ধরন এর উপর ভিত্তি করে ট্রেড লাইসেন্স এর ফি নির্ধারন করা হয়ে
থাকে । স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে এ বিষয়ে তথ্য জানা যাবে।

কারা ট্রেড লাইসেন্স করতে পারবেন ?
নারী, পুরুষ উভয়ই ট্রেড লাইসেন্স করতে হবে তবে অবশ্যই তাকে কোন না কোন ব্যবসার সাথে জড়িত থাকতে হবে । বয়স ১৮ বছর এর উপরে হতে হবে ।

একটি ট্রেড লাইসেন্স কি একাধিক ব্যবসায় ব্যবহার করা যায় ?
না একটি ট্রেড লাইসেন্স শুধু মাত্র একটি ব্যবসার জন্যই প্রযোজ্য অর্থাৎ যে ব্যবসা পরিচালনার জন্য ট্রেড লাইসেন্সটি করা হয় শুধু মাত্র সেই ব্যবসা পরিচালনার জন্য ব্যবহার করা যাবে অন্য কোন ধরনের ব্যবসার জন্য ব্যবহার করা যাবে না ।নতুন কোন ব্যবসা শুরু করলে তার জন্য নতুন ট্রেড লাইসেন্স করতে হবে ।

একটি ট্রেড লাইসেন্স কি একাধিক ব্যাক্তি ব্যবহার করতে পারবেন ?
না একটি ট্রেড লাইসেন্স শুধু মাত্র একজন ব্যবসায়ী/উদ্যোক্তা ব্যবহার করতে পারবেন অর্থাৎ যে ব্যবসায়ী/উদ্যোক্তার নামে ট্রেড লাইসেন্সটি করা হয়েছে এটি শুধু মাত্র তার জন্যই প্রযোজ্য । এটা কোনভাবেই হস্তান্তর যোগ্য নয় ।

ট্রেড লাইসেন্স কিভাবে এবং কোথা থেকে নবায়ন করতে হয় ?
যে অফিস থেকে ট্রেড লাইসেন্স ইস্যু করা হয়, সেখান থেকেই ট্রেড লাইসেন্স নবায়ন করা হয় । ট্রেড লাইসেন্স সাধারনত ১ বছর এর জন্য ইস্যু করা হয় । প্রতি বছর ট্রেড লাইসেন্স নবায়ন করতে হয় । পুরানো ট্রেড লাইসেন্স দেখিয়ে নতুন করে ট্রেড লাইসেন্স
নবায়ন করতে হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *